|
ad728
ad728

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন: নতুন লোগোতে শাপলা, ধান-গম ও পাটপাতা

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 11-04-2025 ইং
বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন: নতুন লোগোতে শাপলা, ধান-গম ও পাটপাতা
ছবির ক্যাপশন: পুলিশের বর্তমান ও পুরাতন ছবি

বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো পরিবর্তন করে নতুন একটি লোগো প্রকাশ করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারির পর এটি পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হবে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নতুন লোগোতে প্রতীক হিসেবে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ, এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে—‘পুলিশ’

নাছিমা বেগম চিঠিতে জানান, বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগোটি চূড়ান্ত করা হয়েছে এবং এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

তিনি আরও বলেন, প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই নতুন লোগোটি পুলিশের ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সকল আনুষঙ্গিক সামগ্রীতে বাধ্যতামূলকভাবে ব্যবহারের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর