|
ad728
ad728

মার্কিন অভিযানের আশঙ্কা: মধ্যপ্রাচ্যের ছয় দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 07-04-2025 ইং
মার্কিন অভিযানের আশঙ্কা: মধ্যপ্রাচ্যের ছয় দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক | সূত্র: রয়টার্স
মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে ইরান কঠোর ভাষায় সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, তুরস্ক এবং বাহরাইনকে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে কিংবা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তবে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

এই সতর্কবার্তাটি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা
ইরান ইতোমধ্যে তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে এবং প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করেছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই অঞ্চল বিশ্ব জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে যেকোনো সংঘাত আন্তর্জাতিক বাজারে গুরুতর প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এই ছয়টি আরব দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও, এখন তারা এক জটিল কূটনৈতিক অবস্থানে রয়েছে। মার্কিন সামরিক তৎপরতায় অংশ নিলে ইরানের প্রতিশোধের ঝুঁকি রয়েছে, আবার পাশে না দাঁড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপড়েন হতে পারে।

আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে, তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, “পরোক্ষ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কি না।”
তিনি আরও জানান, এই আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অথবা উপমন্ত্রী মজিদ তাখত-রাভানচি। তবে তিনি সতর্ক করে বলেন, “এই পথ সহজ হবে না। বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত।”

আন্তর্জাতিক পরিণতি
এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়—সরাসরি প্রভাব ফেলবে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায়। যুদ্ধের ঝুঁকি এবং কূটনৈতিক সমীকরণ বদলে যাওয়ার এই সময় আন্তর্জাতিক মহলের তৎপরতা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

#কালের_কন্ঠস্বর #ইরান #যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য #আন্তর্জাতিক_সংবাদ #সংকট #খবর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর