বর্তমানে হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু নিরাপত্তার দিক দিয়ে এটি এখন আর ততটা নিশ্চিন্ত নয়। হ্যাকিং ও প্রতারণার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। তাই প্রয়োজন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া। চলুন জেনে নিই, কীভাবে সহজেই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায় এবং হ্যাক হয়ে গেলে কী করবেন:
১. টু-স্টেপ অথেনটিকেশন চালু করুন
অ্যাকাউন্ট রিসেট বা ভেরিফিকেশনের সময় ৬ ডিজিটের পিন চাইবে, যা অন্য কেউ জানবে না।
২. বায়োমেট্রিক লক ব্যবহার করুন
আইফোনে টাচ আইডি বা ফেস আইডি এবং অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করুন।
৩. ডিসঅ্যাপেয়ারিং মেসেজ চালু করুন
২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন পর মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
৪. ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করুন
ছবি বা ভিডিও একবার দেখার পরই মুছে যাবে, বাড়বে গোপনীয়তা।
৫. এনক্রিপটেড ব্যাকআপ চালু রাখুন
গুগল ড্রাইভ বা আইক্লাউডে ব্যাকআপ স্টোর করলে তা থাকবে এনক্রিপশন সুরক্ষায়।
৬. গ্রুপ প্রাইভেসি ও অ্যাডমিন কন্ট্রোল ঠিক রাখুন
আপনি না চাইলে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না, অ্যাডমিন ঠিক করবেন কে মেসেজ পাঠাতে পারবে।
হ্যাক হলে করণীয়
তাৎক্ষণিকভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডি-রেজিস্টার করুন। এতে হ্যাকারদের অ্যাক্সেস বন্ধ হবে এবং আপনি আবার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন।
নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব নিজেরই। তাই সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
-কালের কন্ঠস্বর অনলাইন ডেস্ক
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |