|
ad728
ad728

ট্রাম্পের নির্বাহী আদেশ: গৃহস্থালি কাজে পানির প্রবাহে আর সীমা নয়

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 12-04-2025 ইং
  • 46603 বার পঠিত
ট্রাম্পের নির্বাহী আদেশ: গৃহস্থালি কাজে পানির প্রবাহে আর সীমা নয়
ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্প, অনলাইন সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে গৃহস্থালি কাজে পানির ব্যবহার নিয়ে ওবামা প্রশাসনের আরোপিত সীমা বাতিল করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ এপ্রিল (স্থানীয় সময়) ওভাল অফিসে স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নাগরিকদের "দারুণভাবে গোসল" করার অধিকার ফিরিয়ে দেওয়া হলো।

ট্রাম্প বলেন, “আমার চুল ভেজাতে ১৫ মিনিট লাগা হাস্যকর।” তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে গোসলের সময় পানির প্রবাহ কম থাকায় ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ মানুষ।

বারাক ওবামা ২০০৯ সালে পানির অপচয় রোধে যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, তা ট্রাম্প ২০১৭ সালে বাতিল করেন। পরে জো বাইডেন ক্ষমতায় এসে আদেশটি পুনর্বহাল করেন। কিন্তু ট্রাম্প ফের সেটি বাতিল করলেন তার নতুন নির্বাহী আদেশের মাধ্যমে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ওবামা-বাইডেন প্রশাসনের পানির সীমাবদ্ধতা ছিল "আমলাতান্ত্রিক দুঃস্বপ্ন", যা থেকে মার্কিনিদের মুক্তি দেওয়া হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর