ময়মনসিংহ:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের আকুয়া মড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করার দাবি জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম এক যৌথ বিবৃতিতে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ২০১৭-২০১৮ অর্থবছরের আওতায় ২০১৯ সালে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ২০২০ সালের মাঝামাঝি নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই চলে যান এবং সেই থেকে ভবনের কাজ আর শুরু হয়নি।
বিদ্যালয়টি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং বর্তমানে এখানে ৩১৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে। বিদ্যালয়ের পুরাতন ভবনে মাত্র ৩টি শ্রেণিকক্ষ থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস করতে হয়। এক বেঞ্চে পাঁচজন শিক্ষার্থী বসে, ফলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক কষ্ট হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, স্কুলে কোনো স্থায়ী অফিসকক্ষ নেই; সিঁড়ির জন্য নির্ধারিত জায়গায় অস্থায়ী অফিস তৈরি করে শিক্ষকরা শিক্ষাকার্যক্রম চালাচ্ছেন। পুরাতন ভবনটি অত্যন্ত জরাজীর্ণ, দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে এবং অতীতে শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বর্ষাকালে ছাদের ফাঁক দিয়ে পানি পড়ে ক্লাস নেয়া দুঃসাধ্য হয়ে পড়ে।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ বলেছে, “শিক্ষা ব্যবস্থার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। অথচ সেই ভিত্তিকে আজ অবহেলা করা হচ্ছে। ঠিকাদার উধাও হলেই কাজ বন্ধ থাকবে, এটি গ্রহণযোগ্য নয়। সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।”
এছাড়া তারা জানান, অরক্ষিত ভবনটি এখন এলাকার মাদকসেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিদ্যালয়ের অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
ফজর | ০৩:৫৪ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:২০ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৫ সন্ধ্যা |
এশা | ০৭:৫৯ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |