কালের কণ্ঠস্বর স্পোর্টস ডেস্ক | ২০ এপ্রিল ২০২৫, সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয় টাইগাররা। ৬১ ওভারে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
বাংলাদেশের ব্যাটিং:
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। ১০৫ বল খেলে তিনি ৫৬ রান করেন ৮টি চারের সাহায্যে। নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান। এরপর মাহমুদুল হাসান জয় করেন ১৪ এবং শাদমান ইসলাম ১২ রান।
জিম্বাবুয়ের স্পিন-ফাস্ট যৌথ আক্রমণে নড়বড়ে হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ব্লেসিং মুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাদজা ৩টি করে উইকেট শিকার করেন। ভিক্টর ন্যাউচি নেন ২ উইকেট, ওয়েসলি মাধেভেরে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট মাত্র ৩ ওভারে ২ রানে।
জিম্বাবুয়ের প্রথম ইনিংস:
১৯১ রানে অলআউট করা বাংলাদেশকে চাপের মুখে ফেলার দারুণ সুযোগ নেয় জিম্বাবুয়ের দুই ওপেনার। দিন শেষে ১৪.১ ওভার ব্যাট করে ৬৭ রান তুলে ফেলে তারা। উইকেট না হারিয়ে দিন শেষ করেন ব্রায়ান বেনেট ও বেন কারান।
ব্রায়ান বেনেট: ৪০ রান (৩৭ বল, ৬ চার)
বেন কারান: ১৭ রান (৪৯ বল, ২ চার)
বাংলাদেশের বোলাররা উইকেটশূন্য থাকায় জিম্বাবুয়ে বেশ সুবিধাজনক অবস্থানে দিন শেষ করে। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ সবাই চেষ্টা করলেও সফল হতে পারেননি।
ম্যাচের বর্তমান চিত্র:
বাংলাদেশ: ১৯১ (অলআউট)
জিম্বাবুয়ে: ৬৭/০ (১৪.১ ওভার শেষে)
জিম্বাবুয়ে পিছিয়ে: ১২৪ রান, ১০ উইকেট হাতে
দ্বিতীয় দিনেই স্পষ্ট হবে এই ম্যাচের গতিপথ। বাংলাদেশের বোলারদের দ্রুত উইকেট তুলে এনে জিম্বাবুয়ের লিড থামাতে হবে, অন্যথায় চাপে পড়ে যাবে স্বাগতিকরা।
আরও আপডেট পেতে চোখ রাখুন ‘কালের কণ্ঠস্বর’-এ।
প্রতিবেদন: স্পোর্টস ডেস্ক, কালের কণ্ঠস্বর
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |