কালের কন্ঠস্বর:
মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল গাজায় চলমান যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনায় যুক্ত হয়েছে। মিশরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আহরাম’-এর বরাতে জানা যায়, হামাস এই আলোচনার প্রতি ‘দায়িত্বশীল’ ও ‘ইতিবাচক’ মনোভাব পোষণ করছে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা পুনর্গঠন ও ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে তারা রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
প্রতিনিধি দলটি জানায়, যতদিন আলোচনার মূল ভিত্তি গাজার যুদ্ধবিরতি এবং ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার—এই দুটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবে, ততদিন তারা যেকোনও নতুন প্রস্তাবের বিষয়ে উন্মুক্ত থাকবে।
হামাস আরও বলেছে, "ফিলিস্তিনি জনগণ ভালো করেই জানে দখলদারদের উদ্দেশ্য ও রাজনৈতিক কৌশল। আমরা আমাদের ন্যায্য দাবি—যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইসরাইলি বাহিনীর প্রত্যাহার, গাজার পূর্ণাঙ্গ পুনর্গঠন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যার রাজধানী হবে জেরুজালেম—এই দাবিগুলো থেকে এক চুলও পিছাব না।"
ফজর | ০৩:৪৯ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৯ সন্ধ্যা |
এশা | ০৮:০৪ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |