কালের কন্ঠস্বর আন্তর্জাতিক ডেস্ক || ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
কাশ্মিরের পেহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান থেকে প্রথমে গুলি চালানো হয়, যার উপযুক্ত জবাব দিয়েছে তারা। যদিও এই গোলাগুলিতে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, দুই পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে।
পেহালগামে রক্তাক্ত হামলা
২২ এপ্রিল, জম্মু ও কাশ্মিরের অনিন্দ্য সুন্দর পর্যটনস্থান পেহালগামের বাইসারান উপত্যকায় এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক ছিলেন। আহত হন আরও ১৭ জন। এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে 'কাশ্মির রেজিস্ট্যান্স' নামক একটি জঙ্গি গোষ্ঠী, যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইয়্যেবার শাখা সংগঠন হিসেবে পরিচিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার কড়া নিন্দা জানিয়ে বলেন, “এই কাপুরুষোচিত হামলার পেছনে যারা রয়েছে এবং যারা তাদের পৃষ্ঠপোষকতা করছে, তাদের বিচার নিশ্চিত করা হবে।” তিনি পাকিস্তানের প্রতি সরাসরি ইঙ্গিত করলেও দেশটি অভিযোগ অস্বীকার করে ভারতের নিরাপত্তা ব্যর্থতাকেই দায়ী করেছে।
কূটনৈতিক সম্পর্কের ভাঙন
এই হামলার প্রতিক্রিয়ায় ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে এগোচ্ছে। ভারত পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে এবং সবধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে।
পানিচুক্তি ও যুদ্ধাশঙ্কা
ভারত ঐতিহাসিক ইন্দাস পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে, যা পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান একে "যুদ্ধের ঘোষণা" হিসেবে উল্লেখ করেছে। বিষয়টি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা জাগিয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, চীনসহ একাধিক দেশ হামলার নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |