আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রামে রিকশা শ্রমিকদের আন্দোলন থেকে বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয় ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি মিরাজ উদ্দিনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাসদ ময়মনসিংহ মহানগর শাখা।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সমন্বয়ক অনুপম সরকার বলেন, “জুলাই অভ্যুত্থানে দেশের শ্রমিক-মেহনতি জনগণ যেভাবে সর্বোচ্চ ত্যাগ ও প্রতিরোধ গড়ে তুলেছিল, আজও তারা একইভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। রাষ্ট্র তাদের প্রতি অবহেলা ও দমননীতির পথেই হাঁটছে।”
তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জোরপূর্বক রিকশা ও ইজিবাইক উচ্ছেদের নামে শ্রমিকদের উপর দমনমূলক নীতি প্রয়োগ করছে। গাড়ি আটক, চালকদের হয়রানি ও জরিমানা আরোপের পাশাপাশি গ্যারেজ থেকে বৈদ্যুতিক তার ও মিটার জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই দমনমূলক পদক্ষেপ শ্রমিকদের জীবন ও জীবিকার উপর সরাসরি আঘাত। অথচ সরকার পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেই। বরং আন্দোলন থেকে শ্রমিক নেতা আল কাদেরী জয় ও ছাত্রনেতা মিরাজ উদ্দিনকে গ্রেফতার করে রাষ্ট্র নিজেই তার শ্রমিকবিরোধী চরিত্রকে প্রকাশ করেছে।
বিবৃতির শেষে অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে তাদের কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বার্তা প্রেরক:
অপূর্ব চন্দ্র দেবনাথ
সদস্য, বাসদ, ময়মনসিংহ মহানগর
মোবাইল: ০১৭১২-৫৭৪১৩৭
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |