আন্তর্জাতিক ডেস্ক | কালের কন্ঠস্বর | ৩০ এপ্রিল ২০২৫
পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন এক সময় পাকিস্তান দাবি করেছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।
এই পরিস্থিতিতে কাশ্মিরের আকাশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, বুধবার ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) জবাবে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। যদিও ভারতীয় বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।
পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, “পাকিস্তান বিমানবাহিনী দ্রুত ভারতীয় বিমানগুলো শনাক্ত করে ও প্রস্তুত প্রতিরক্ষার মাধ্যমে তাদের প্রতিহত করে।”
এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেন, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য বলছে, ভারত যেকোনো সময়, বিশেষ করে আগামী ৩৬ ঘণ্টার মধ্যেই সামরিক অভিযান চালাতে পারে।”
এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের হুঁশিয়ারি দেন। তিনি জানান, “পাকিস্তান নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করবে।”
ভারতীয় কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |