ময়মনসিংহ প্রতিনিধি, কালের কণ্ঠস্বর:
ময়মনসিংহ সদরের রাজগঞ্জ বাজারে লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী।
রোববার সকালে রাজগঞ্জ বাজার এলাকায় ময়মনসিংহের কিশোরগঞ্জ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রাক্তন , শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আমেনা খাতুন তার ছোট ভাইকে স্কুল কমিটির সভাপতি বানিয়ে বিদ্যালয়ের প্রায় ৭৭ শতাংশ জমি ও অর্থ আত্মসাৎ করেছেন।
এছাড়াও বক্তারা বলেন আট সদস্যকে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন বলে দাবি করেন তারা।
তারা আরো বলেন, “আমেনা খাতুনকে দ্রুত অপসারণ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
এসময় গণমাধ্যম কর্মীরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক আমেনা খাতুন বিদ্যালয়ে উপস্থিত না পেয়ে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে কলে পাওয়া যায়নি।
তবে তার পক্ষে কথা বলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
তিনি বলেন, আমি বেশ ক'বছর আগে স্কুলে জয়েন করিছি তবে জতটুকু জানি “সব নিয়োগই নিয়ম মেনেই করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের আরো বলেন আপনারা চায়লে প্রধান শিক্ষক যেহুতো নেই তিনি আসলে তার কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবেন।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |