|
ad728
ad728

পার্কের অবৈধ স্থাপনায় বুলডোজার চালালো মসিক; নগরবাসীর প্রশংসা

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 04-05-2025 ইং
  • 14736 বার পঠিত
পার্কের অবৈধ স্থাপনায় বুলডোজার চালালো মসিক; নগরবাসীর প্রশংসা
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, কালের কন্ঠস্বর:
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শিল্পাচার্য জয়নুল উদ্যান, যা স্থানীয়ভাবে পার্ক হিসেবে পরিচিত, তার বৈশাখী মঞ্চের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। রবিবার (৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই অভিযান।

অভিযান পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম। এ সময় মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ যৌথবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

মসিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে বৈশাখী মঞ্চের পাশে হাঁটা-চলার জায়গায় কয়েকটি ফুচকা ও চটপটির দোকানসহ কিছু ঘর নির্মাণ করে ব্যবসা করা হচ্ছিল। এসব স্থাপনার কোনও বৈধ কাগজপত্র ছিল না এবং নগরবাসীর পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং বুলডোজার দিয়ে সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

নগরবাসীরা মসিকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পার্কে নিয়মিত আসা এক নাগরিক বলেন, “এ ধরনের উদ্যোগে পার্কের পরিবেশ ও সৌন্দর্য রক্ষা পাবে। আমরা চাই, এধরনের অভিযান অব্যাহত থাকুক।”

উল্লেখ্য, এর আগেও গত ৩০ এপ্রিল জেলা প্রশাসন ও মসিক যৌথভাবে পার্কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর