শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক আটটার দিকে শিশুটি লিচু খাওয়ার সময় বিচিসহ গিলে ফেলে। এসময় বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাত পৌনে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ন আহমেদ নূর শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুঃখজনক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |