|
ad728
ad728

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল: ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 11-05-2025 ইং
  • 7988 বার পঠিত
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল: ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ছবির ক্যাপশন: বাংলাদেশ অনু-১৯ দলের গোল উদযাপন

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে আজ দুর্দান্ত পারফরম্যান্সে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই ম্যাচে একটি করে গোল করেন মোরশেদ আলী, সুমন সরেন এবং অধিনায়ক নাজমুল ফয়সাল।

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে দুই গোলের লিড নষ্ট করে ড্র করা বাংলাদেশ আজ আর কোনো ভুল করেনি। আন্তর্জাতিক মা দিবসকে সামনে রেখে দুই দলই বিশেষ সাদা জার্সি পরে মাঠে নামে, পরে তারা নিজেদের জার্সিতে ফিরে খেলা শুরু করে।

ম্যাচের শুরুর দিকে ভুটান কিছুটা চাপে রাখলেও বাংলাদেশ দ্রুতই খেলার নিয়ন্ত্রণ নেয়। ১১ মিনিটে মোরশেদ আলীর জোরালো বাঁকানো শটে লিড নেয় বাংলাদেশ। এরপর ২৮ মিনিটে মোরশেদের ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিং বাংলাদেশকে ২-০ গোলে এগিয়ে দেয়। বিরতির পর যোগ করা সময়ে অধিনায়ক নাজমুল ফয়সাল তৃতীয় গোল করে ম্যাচের নিয়তি ঠিক করে দেন।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপসেরা হবে কিনা, তা নির্ভর করছে মঙ্গলবারের মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলাফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১, ভুটানের এখনো কোনো পয়েন্ট নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর