|
ad728
ad728

বন্ধুত্ব, ভয় ও সাহসের গল্প: প্রেক্ষাগৃহে ‘জয়া আর শারমিন’

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 17-05-2025 ইং
  • 2178 বার পঠিত
বন্ধুত্ব, ভয় ও সাহসের গল্প: প্রেক্ষাগৃহে ‘জয়া আর শারমিন’
ছবির ক্যাপশন: হয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

পাঁচ বছর আগে কোভিড-১৯ মহামারীর ভয়াবহ সময়ের স্মৃতি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’, যা সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নবাগত মহসিনা আক্তার।

মহামারীর সময় এক অচেনা পরিবেশে আটকে পড়া দুই নারীর গল্পে গড়ে উঠেছে বন্ধুত্ব, টানাপোড়েন, ভয় এবং সাহসের এক আবেগঘন আখ্যান। বাইরের অস্থির ও অনিশ্চিত বাস্তবতা তাদের সম্পর্ককে যেমন চ্যালেঞ্জের মুখে ফেলে, তেমনি এক নতুন উপলব্ধির জগতে নিয়ে যায়।

জয়া আহসান নিজেই একে বলেছেন “অচেনা ভুবনের সিনেমা”—যেখানে নারীর অন্তর্জগত, মানসিক টানাপোড়েন এবং সম্পর্কের নৈঃশব্দ্য ফুটে উঠেছে অনন্যভাবে। মাত্র ১৫ দিনে, সীমিত ইউনিট নিয়ে মহামারীর মধ্যেই সম্পন্ন হয় সিনেমার শুটিং। এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় রয়েছেন পিপলু আর খান এবং জয়া আহসান নিজেই।

‘জয়া আর শারমিন’ শুধু একটি সিনেমা নয়, এটি এক সময়ে, এক অনুভূতির দলিল। দর্শককে ভাবাবে, ছুঁয়ে যাবে—এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর