পাঁচ বছর আগে কোভিড-১৯ মহামারীর ভয়াবহ সময়ের স্মৃতি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’, যা সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নবাগত মহসিনা আক্তার।
মহামারীর সময় এক অচেনা পরিবেশে আটকে পড়া দুই নারীর গল্পে গড়ে উঠেছে বন্ধুত্ব, টানাপোড়েন, ভয় এবং সাহসের এক আবেগঘন আখ্যান। বাইরের অস্থির ও অনিশ্চিত বাস্তবতা তাদের সম্পর্ককে যেমন চ্যালেঞ্জের মুখে ফেলে, তেমনি এক নতুন উপলব্ধির জগতে নিয়ে যায়।
জয়া আহসান নিজেই একে বলেছেন “অচেনা ভুবনের সিনেমা”—যেখানে নারীর অন্তর্জগত, মানসিক টানাপোড়েন এবং সম্পর্কের নৈঃশব্দ্য ফুটে উঠেছে অনন্যভাবে। মাত্র ১৫ দিনে, সীমিত ইউনিট নিয়ে মহামারীর মধ্যেই সম্পন্ন হয় সিনেমার শুটিং। এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।
চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় রয়েছেন পিপলু আর খান এবং জয়া আহসান নিজেই।
‘জয়া আর শারমিন’ শুধু একটি সিনেমা নয়, এটি এক সময়ে, এক অনুভূতির দলিল। দর্শককে ভাবাবে, ছুঁয়ে যাবে—এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |