|
ad728
ad728

ইশরাককে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 17-05-2025 ইং
  • 2067 বার পঠিত
ইশরাককে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবার (১৭ মে) সকাল থেকে নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

সমর্থকদের স্লোগানে উঠে আসে: “শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না”, “অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে”, “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই” — এসব দাবি তুলে তারা নগর ভবনের সামনে অবস্থান নেন।

এর আগের দিন (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকার সাধারণ নাগরিকদের পক্ষ থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে গত ২৭ মার্চ ঘোষিত এক সিদ্ধান্তে নির্বাচন কমিশন সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে, যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর