পটুয়াখালী প্রতিনিধি || ১৭ মে ২০২৫ ইং
গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অফিসার ডা. সজল দাস, অতিরিক্ত কৃষি অফিসার আকরামুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিম আলী, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন এবং ১৩ জন বৈধ সার ডিলারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
সভায় উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আরজু আক্তার বলেন, উপজেলার সার ও বীজ বরাদ্দ যথাযথভাবে কৃষকের মাঝে পৌঁছাতে হবে। আমন, বোরো, আউশ মৌসুম এবং শীতকালীন রবিশস্য যেমন তরমুজ, মুগ, বাদাম ও বিভিন্ন শাকসবজি উৎপাদনে প্রান্তিক পর্যায়ে ডিলারদের সঠিকভাবে সার ও বীজ সংরক্ষণ ও সরবরাহ করতে হবে। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই ভেজাল সার, বীজ বা কীটনাশক বিক্রি বরদাশত করা হবে না, এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকার নির্ধারিত রুটিন অনুযায়ী সার ডিলারদের কাজ করতে হবে। সার চোরা চালান বা রুট পরিবর্তন করে বাড়তি মূল্যে বিক্রি করার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। তিনি সার মনিটরিং কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, গলাচিপায় এখন পর্যন্ত কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
এ সভার মাধ্যমে কৃষি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ফজর | ০৩:৫২ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০১ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |