|
ad728
ad728

ফেসবুকে ফলোয়ার বাড়ানোর কার্যকর কিছু উপায়

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 13-04-2025 ইং
ফেসবুকে ফলোয়ার বাড়ানোর কার্যকর কিছু উপায়
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

বর্তমান সময়ে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে একটি আয়ের প্ল্যাটফর্ম। এখান থেকে অনেকেই ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর কিংবা উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি তৈরি করছেন। ফেসবুকের ফলোয়ার যত বেশি, তত বেশি সম্ভাবনা তৈরি হয় ব্যক্তিগত ব্র্যান্ড গঠনের।

তবে অনেকেই চান, ফ্রেন্ড রিকোয়েস্টের ঝামেলা ছাড়াই শুধু ফলোয়ার বাড়াতে। আপনি চাইলে সেটিও করতে পারেন। নিচে ফলোয়ার বাড়ানোর কিছু কার্যকর টিপস দেওয়া হলো—

১. প্রোফাইল সেটিংসে পরিবর্তন আনুন
ফেসবুক প্রাইভেসি সেটিংসে যান।
Settings & Privacy > Settings > Public Posts > Who Can Follow Me
এই অপশনটি ‘Everyone’ করে দিন। এতে যে কেউ আপনাকে ফলো করতে পারবে।

২. মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করুন
ভালো কন্টেন্টই ফলোয়ার বাড়ানোর প্রধান হাতিয়ার। ছবি, ভিডিও বা লেখা—যাই পোস্ট করুন না কেন, তা যেন ইউনিক ও আকর্ষণীয় হয়।

৩. নিয়মিত এবং পরিকল্পিতভাবে পোস্ট করুন
আপনার প্রোফাইল বা পেজে এলোমেলো পোস্ট না দিয়ে নির্দিষ্ট সময় ও পরিকল্পনায় পোস্ট করুন। ধারাবাহিকতা তৈরি হলে ফলোয়ারদের আগ্রহও বাড়বে।

৪. শেয়ারযোগ্য কন্টেন্ট বানান
এমন কন্টেন্ট তৈরি করুন যা অন্যরা শেয়ার করতে আগ্রহী হয়। এতে আপনার কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ফলোয়ার বাড়বে।

৫. বিভিন্ন গ্রুপে যুক্ত হন
প্রাসঙ্গিক ও জনপ্রিয় ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে নিজের কন্টেন্ট শেয়ার করুন। গ্রুপের সদস্যরা আপনার কন্টেন্ট পছন্দ করলে আপনার প্রোফাইল বা পেজ ফলো করতে শুরু করবে।

৬. অর্গানিক ফলোয়ার গড়ে তুলুন
পেইড ফলোয়ারের চেয়ে অর্গানিক ফলোয়ার অনেক বেশি কার্যকর ও স্থায়ী। এজন্য এমন কন্টেন্ট তৈরি করুন যা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করতে আগ্রহী হবে—যেমন জনস্বার্থ বিষয়, সমাজ সচেতনতামূলক লেখা, মজার ভিডিও, তথ্যবহুল পোস্ট ইত্যাদি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর