গত ১৮ মে (রবিবার) ইউসেপ বাংলাদেশ-এর উদ্যোগে রংপুর মহানগরীর ৮ নং ওয়ার্ডের উমরকুঠিতে একটি সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ সভার মূল উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে তরুণ-তরুণী ও অভিভাবকদের উদ্বুদ্ধ করা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
সভাটি সঞ্চালনা করেন ইউসেপ রংপুরের সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা এবং সভাপতিত্ব করেন স্থানীয় কমিউনিটি লিডার ও ময়নাকুঠি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মামুন-অর-রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, যিনি কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের গুরুত্ব ও এর মাধ্যমে জীবনের ইতিবাচক পরিবর্তনের দিকটি তুলে ধরেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রংপুর সিটি করপোরেশন টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর মোছা. কামরুন্নাহার। তিনি ইউসেপের চলমান কার্যক্রম ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
সামাজিক অন্তর্ভুক্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কথা তুলে ধরে বক্তব্য দেন ইউসেপ রংপুর এর টিম লিডার, সোশ্যাল ইনক্লুশন মো. সোলাইমান। কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করেন মো. জিয়াউর রহমান, হেড অব ইউসেপ রংপুর সিটি করপোরেশন টেকনিক্যাল স্কুল।
স্থানীয় কমিউনিটি লিডার হিসেবে বক্তব্য রাখেন উমরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন। তিনি ইউসেপের প্রশিক্ষণ কার্যক্রমের সফলতা ও বাস্তব উদাহরণ তুলে ধরেন।
কমিউনিটি সভায় স্থানীয় প্রায় ৩০০ জন নারী-পুরুষ ও কিশোর-কিশোরী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাটি যুব সমাজকে দক্ষতা ভিত্তিক শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |