|
ad728
ad728

তারেক রহমানের ঘোষণা: “খেলাধুলা হবে বাধ্যতামূলক, শিশুদের ডিভাইস থেকে ফিরিয়ে আনতে হবে মাঠে”

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 19-05-2025 ইং
  • 3150 বার পঠিত
তারেক রহমানের ঘোষণা: “খেলাধুলা হবে বাধ্যতামূলক, শিশুদের ডিভাইস থেকে ফিরিয়ে আনতে হবে মাঠে”
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

লন্ডন, ১৯ মে:
বিএনপি সরকার গঠন করলে স্কুলশিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিশু-কিশোরদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস নির্ভরতা থেকে ফিরিয়ে আনতে হলে তাদেরকে খেলাধুলার উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরি করে দিতে হবে।

রবিবার লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, ঢাকার ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি দুটি ওয়ার্ডে লন্ডনের আদলে সবুজ খেলার মাঠ গড়ে তোলা হবে। এই মাঠগুলোতে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারবে এবং বয়স্কদের হাঁটাচলার ব্যবস্থাও থাকবে।

তিনি বলেন, “লন্ডনের বড় বড় সবুজ পার্কে গিয়ে ভালো তো লাগে, কিন্তু আমাদের দেশে এসবের অভাব দেখে কষ্ট হয়। আমাদেরও এমন মাঠ দরকার যেখানে শিশু-কিশোররা মুক্ত পরিবেশে খেলতে পারবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে খেলাধুলায় প্রতিনিধিত্ব করবে, তাদের পুরো প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় সরকারকে আর্থিকভাবে পাশে থাকতে হবে।

তারেক রহমান বলেন, “আমরা দীর্ঘ আন্দোলন–সংগ্রাম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন সময় এসেছে দেশ গড়ার। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা, আইনের শাসন—এসব বিষয়ে রাজনৈতিক বিভেদ থাকা উচিত নয়।”

তিনি জানান, দেশের চারটি বিকেএসপিকে আরও কার্যকর করে সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার পরিকল্পনাও রয়েছে বিএনপির।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর