|
ad728
ad728

‘ক্ষমতালোভীদের মুখোশ উন্মোচনই উদ্দেশ্য’—ফেসবুকে বিস্ফোরক ইশরাক হোসেন

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 19-05-2025 ইং
  • 3329 বার পঠিত
‘ক্ষমতালোভীদের মুখোশ উন্মোচনই উদ্দেশ্য’—ফেসবুকে বিস্ফোরক ইশরাক হোসেন
ছবির ক্যাপশন: ইশরাক হোসেন ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় তরুণ নেতা ইশরাক হোসেন এক বিস্ফোরক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

তিনি দাবি করেন, সরকারের কতিপয় ব্যক্তি ক্ষমতা চিরস্থায়ী করার লোভে গণতন্ত্র ও ভোটাধিকারকে ত্যাগ করেছে। ইশরাক বলেন, “মেয়র ফেয়র কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় বাক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য।”

ইশরাক হোসেন প্রয়াত মেয়র ইঞ্জিনিয়ার সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আসেন। উচ্চশিক্ষিত ও বিদেশপ্রবাসী পটভূমি থেকে উঠে আসা ইশরাক রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই সরকারবিরোধী বক্তব্য ও কর্মসূচিতে সোচ্চার।

তার সাম্প্রতিক পোস্টে ইশরাক জানান, তিনি রাজনৈতিক মতাদর্শে অবিচল থেকে বহু সমালোচনা, গালি ও অপমান সহ্য করেছেন গণতন্ত্র রক্ষার জন্য। তিনি দাবি করেন, “সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে, তা ক্লিন কাট বুঝিয়ে দিল।”

ইশরাক আরও বলেন, যারা নিরপেক্ষতার ভান ধরে আসলে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধির মতো কাজ করছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি অভিযোগ করেন, “এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি কুচক্রী পরিকল্পনা করছে।”

সআবেক ফ্যাসিস্ট  শেখ হাসিনার উদ্দেশে পোস্টের একাংশে ইশরাক বলেন, “হাসিনারেও বলছিলাম, কবরটা ঠিক করাই আছে—আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ।”

তিনি জানান, “এই লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করবো, নাহয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর