|
ad728
ad728

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই শিক্ষার্থী আহত, এলাকায় চাঞ্চল্য

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 20-05-2025 ইং
  • 1842 বার পঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই শিক্ষার্থী আহত, এলাকায় চাঞ্চল্য
ছবির ক্যাপশন: আহত দুই শিক্ষার্থী—শওকত হোসেন সজিব (৯) ও তানভির ইসলাম (১০)

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে বেত্রাঘাত করে দুই শিক্ষার্থীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত দুই শিক্ষার্থী—শওকত হোসেন সজিব (৯) ও তানভির ইসলাম (১০)—বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত সেমবার সকালে শ্রেণিকক্ষে হঠাৎ প্রবেশ করে কোনো কারণ ছাড়াই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং একাধিকবার বেত্রাঘাত করেন। এতে উভয় শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের সমর্থনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে ওই দুই শিক্ষার্থী অনুপস্থিত থাকায় ক্ষোভে তিনি প্রতিহিংসামূলকভাবে এই নির্যাতন করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, “ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুলের কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এসেছিল। তাই আমি শাসনের জন্য বেত্রাঘাত করেছি। বিষয়টি এমনভাবে সামনে আসবে, তা ভাবিনি।”

আহত সজিবের মা বলেন, “আমার ছেলে লেখাপড়ার জন্য স্কুলে যায়, মারধরের জন্য না। তার পিঠে গভীর দাগ রয়েছে, ডাক্তার বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”

তানভিরের বাবাও ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকের এমন আচরণে আমরা আতঙ্কিত। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেও আমরা এ ঘটনার কঠোর বিচার দাবি করছি।”

এ ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, “একজন শিক্ষক শিক্ষার্থীদের আদর্শ গড়ার দায়িত্বে থাকেন। এমন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এদিকে অভিভাবকদের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি লিখিত অভিযোগ প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর