|
ad728
ad728

বন্যা ঝুঁকিতে শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট: নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 20-05-2025 ইং
  • 3078 বার পঠিত
বন্যা ঝুঁকিতে শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট: নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পানি এ ঝুঁকি তৈরি করছে।

মঙ্গলবার (২০ মে) বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উল্লিখিত জেলাগুলোর নদ-নদীতে পাহাড়ি ঢল শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে একনাগাড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।

শেরপুরে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), শেরপুরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে গত রাত ১০টায় ছিল ৩৯ সেন্টিমিটার ওপর।

মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে পানি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর