ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার আকাশে দেখা গেছে একাধিক অজ্ঞাত ড্রোন সদৃশ বস্তু, যা ঘিরে শহরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ভারতীয় গণমাধ্যমের দাবি, মঙ্গলবার রাতে মহেশতলা ও বেহালার আকাশে সাতটি উজ্জ্বল আলোর বস্তু ঘোরাফেরা করতে দেখা যায়। কাছেই রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা—দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়াম, যেটি সেনাবাহিনীর প্রধান ঘাঁটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে অদ্ভুত ধরণের আলো দেখা যায় যা সাধারণত নজরে আসে না। ভারতীয় সেনার নজরে এলে বিষয়টি অবহিত করা হয় কলকাতা পুলিশকে। লালবাজার কন্ট্রোল রুম থেকে বিভিন্ন থানায় সতর্ক বার্তা পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়।
যেহেতু ঘটনাটি রাতে ঘটে, দৃশ্যমানতার সীমাবদ্ধতার কারণে বিষয়টি স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলোচ্য বস্তুগুলো ড্রোন হতে পারে। তবে সেগুলো আসলেই ড্রোন ছিল কি না, নাকি অন্য কিছু—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ভারতের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি মন্তব্য করেন, “বস্তুগুলো যদি সত্যিই ড্রোন হয়ে থাকে, তাহলে সেটি নজরদারি ড্রোন হতে পারে। তা হলে এটি উদ্বেগজনক। তবে এখনই নিশ্চিত কিছু বলা ঠিক হবে না।”
অন্যদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা গার্ড (NSG)-এর প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “দেশের পূর্বাঞ্চলেও এখন নিরাপত্তা বিষয়ে অস্থিরতা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো নজর রাখছে। তবে কোনো দেশ এই মুহূর্তে ভারতের আকাশে ড্রোন পাঠানোর মতো ঝুঁকি নেবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।”
তিনি পরোক্ষভাবে বাংলাদেশের প্রসঙ্গ তুললেও, কোনও প্রত্যক্ষ প্রমাণ বা সরকারি বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |