|
ad728
ad728

ফ্যাসিবাদের পতন হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম খান

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 21-05-2025 ইং
  • 1654 বার পঠিত
ফ্যাসিবাদের পতন হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম খান
ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

ময়মনসিংহ প্রতিনিধি | কালের কন্ঠস্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।” তিনি আরও বলেন, বর্তমান সরকারকে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রশ্নবিদ্ধ ঘোষণা করা না হলেও, জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, “ইউনিয়ন, পৌরসভা, উপজেলা বা সিটি নির্বাচন ক্ষমতা পরিবর্তনের পথ নয়; সেটা সম্ভব কেবল জাতীয় নির্বাচনের মাধ্যমেই। অথচ বর্তমান নির্বাচন কমিশন, যাদের সরকারই নিয়োগ দিয়েছে, তারাও এখন হুমকির মুখে রয়েছে। এমনকি ট্রাইব্যুনালের রায় পাওয়ার পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র দায়িত্ব পাননি—এটি সরাসরি গণতন্ত্রের রীতিনীতি লঙ্ঘন।”

দলের নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে হবে। দলের বদনাম হয় এমন কাউকে সদস্য করা যাবে না। আর যারা দুঃসময়ে দল ছেড়েছেন, তাদের নতুন নিয়মে বিচার-বিবেচনায় সদস্যপদ দেওয়া হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন দলের কোষাধ্যক্ষ এম. রাশিদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠান শেষে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম কর্মীদের হাতে তুলে দেন নজরুল ইসলাম খান। এতে মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর