|
ad728
ad728

হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে: হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 25-05-2025 ইং
  • 453 বার পঠিত
হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে: হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, "খুনি ও হত্যাকারীদের বিচার একটি অদৃশ্য ইশারায় থমকে আছে।"

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, "খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহিদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহিদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান—যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন হাসিনাশাহীর বিরুদ্ধে।"

তিনি আরও বলেন, “আমরা ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর প্রথম দায়িত্ব ছিল হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু কোনো এক অজানা ইশারায় সে বিচার থেমে গেছে।"

পোস্টে তিনি দাবি করেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে কেউ দায়মুক্তি পাবে না।”

হাসনাত আরও লেখেন, “শহিদ হাসান ছিলেন আমাদের সহযোদ্ধা। তাঁর জানাজা শুধু বিদায়ের অনুষ্ঠান নয়, এটি আমাদের কাছে শপথের প্রতীক। আমরা ভুলব না, থামব না।”

উল্লেখ্য, এনসিপি ও তাদের নেতাদের এসব মন্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর