১০:০২:০২ পি.এম | ২০ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ
ad728
ad728

ঢাকার সাত কলেজকে নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 16-03-2025 ইং
  • 46902 বার পঠিত
ঢাকার সাত কলেজকে নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ঢাকার ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন একটি বিশ্ববিদ্যালয়, যার নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে ‘ঢাকা ফেডারেল ইউনিভার্সিটি’সহ ৪০টি নাম প্রস্তাব করা হয়েছিল, তবে আলোচনার পর ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটিই চূড়ান্ত করা হয়েছে।

ঢাকার সাত সরকারি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ— বর্তমানে প্রায় দুই লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর নানা জটিলতা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিল।

নতুন বিশ্ববিদ্যালয়ের গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগে অন্তর্বর্তীকালীন প্রশাসন চালু করা হবে। ইউজিসির একজন সদস্য পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে থাকবেন এবং সাত কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে একজন প্রশাসক মনোনীত করা হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত হলে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর