মময়মনসিংহ জেলার ধোবাউড়ায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিএসসি টিম।
জানা যায়, গত ৫ মার্চ ধোবাউড়া উপজেলার সানন্দখিলা গ্রামে ১৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পান ও টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয় গনি মিয়া (৫৫), নজরুল ইসলাম (৪৫), মহব্বত আলী ও আরও একজন অজ্ঞাত ব্যক্তি। পরে আছিয়া বেগম (৬০)-এর সহযোগিতায় ওই কিশোরীকে ঘরের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। কিশোরীর চিৎকারে তার মা ও স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধোবাউড়া থানায় মামলা করেন (মামলা নম্বর-০৪, তারিখ: ০৫/০৩/২০২৫)।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-১৪-এর একটি টিম ৫ মে ভোরে হালুয়াঘাট উপজেলার আতুয়া জঙ্গল এলাকা থেকে নজরুল ইসলামকে এবং সকাল ৬টা ৩০ মিনিটে পূর্বভূবনকুড়া এলাকা থেকে গনি মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |