কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে (৩১) ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেমরা থানায় করা মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের পরিচয় হয়। এরপর মাঝে মাঝে তাদের মধ্যে ফোনালাপ হতো। ২০২৪ সালের ১২ নভেম্বর মোহাম্মদপুরে নোবেলের সঙ্গে দেখা করতে যান ওই নারী। সেখান থেকে তাকে নিজের ডেমরার বাসায় নিয়ে যান নোবেল, যেখানে তিনি একটি স্টুডিও দেখানোর কথা বলেন।
অভিযোগ অনুযায়ী, বাসায় নিয়ে গিয়ে নোবেল এবং আরও কয়েকজনের সহযোগিতায় ওই নারীকে আটকে রাখা হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাকে মারধর করেন, মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং ধর্ষণ করেন। তিনি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। দীর্ঘ সময় আটকে রেখে গতকাল (১৯ মে) পর্যন্ত তাকে বাসায় রাখেন।
এ ঘটনায় ভিকটিমের পরিবারের সদস্যরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তাকে চিনতে পারেন এবং ৯৯৯-এ কল করেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। প্রযুক্তিগত সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নোবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন নোবেল। ২০২৩ সালে এক প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেবার এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে অর্থ গ্রহণ করলেও উপস্থিত হননি তিনি।
সঙ্গীতশিল্পী নোবেল ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে পরিচিতি লাভ করেন। তার কণ্ঠের প্রশংসা করা হলেও, ব্যক্তিগত জীবন ও আচরণগত নানা বিতর্ক তাকে বারবার সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে। কুড়িগ্রামের একটি শো-তে উচ্ছৃঙ্খল আচরণের কারণে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার শিকার হন বলেও জানা যায়।
সূত্র: সমকাল
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |