নিজস্ব প্রতিবেদক, কালের কণ্ঠস্বর
ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ সাংগঠনিক শাখার ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) শম্ভুগঞ্জ বাজারে জামায়াতের কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মফিদুল ইসলাম মাস্টার, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নুরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান শামীম, মহানগর অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ ও ময়মনসিংহ প্রতিদিন-এর সম্পাদক ড. ইদ্রিস আলী খান।
এছাড়া, মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস এম জোবায়ের হোসাইন, জামায়াত নেতা তৌহিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আবুবকর সিদ্দিক ও শম্ভুগঞ্জ যুব বিভাগের সভাপতি মিকমাল জামালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও সমাজে নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |