|
ad728
ad728

বিনা মহাপরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে টানা পঞ্চমদিনের আন্দোলন

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 20-03-2025 ইং
বিনা মহাপরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে টানা পঞ্চমদিনের আন্দোলন
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে টানা পঞ্চমদিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। আন্দোলনকারীরা ডিজির অপসারণের দাবি জানিয়ে তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ময়মনসিংহে বিনার প্রধান কার্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিনার প্রকল্প পরিচালক মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো. আব্দুর রশিদ, মোহাম্মদ ফরহাদ হোসেন, কর্মচারী নেতা মোহাম্মদ দীপু প্রমুখ।


অভিযোগ ও দাবিসমূহ

বক্তারা বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার বিরুদ্ধে লাঠি মিছিলের নেতৃত্ব দেন ডিজি। এছাড়াও, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও তিনি ২৭ জন ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করেছেন, অথচ বঞ্চিতদের জ্যেষ্ঠতার স্বীকৃতি প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করছেন।

তারা আরও অভিযোগ করেন, ডিজি নিয়মিত অফিস না করে ঢাকায় অবস্থান করছেন, যা প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমকে স্থবির করে দিয়েছে। বক্তারা বলেন, "আমরা অবিলম্বে এই ডিজির পদত্যাগ চাই, অন্যথায় আন্দোলন চলবে।"


প্রশাসনিক কার্যক্রম স্থবির

বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. মো. হাবিবুর রহমান জানান, "বঞ্চিতদের আন্দোলনের কারণে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বেতন-ভাতা, বিল-ভাউচার এবং ট্যুর বিল আটকে গেছে। এমনকি মন্ত্রণালয়ের একটি অডিট রিপোর্টও এই অচলাবস্থার কারণে স্থগিত রয়েছে।"


ডিজির অনুপস্থিতি ও প্রতিক্রিয়া

বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেনসহ অনেকে অভিযোগ করেন, "বিগত সরকারের সময়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে ড. আবুল কালাম আজাদ ডিজি পদে নিযুক্ত হন। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি নিয়মিত অফিস না করে ঢাকায় অবস্থান করছেন। আন্দোলনের কারণে তিনি এখন আর অফিসেই আসছেন না, ফলে প্রতিষ্ঠানের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।"

তবে এসব বিষয়ে বক্তব্য জানতে ডিজি ড. আবুল কালাম আজাদের কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি।

ডিজির একান্ত সচিব (পিএস) ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহ আব্দুল্লাহ আল মামুন জানান, "আন্দোলনকারীরা স্যারের (ডিজির) কক্ষে তালা দিয়ে রেখেছে। আমি অন্য রুমে বসে কাজ করছি।"

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এই সংকটের সমাধান আশা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Grantsburg)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর