|
ad728
ad728

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুঁড়ে ৭৮ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 23-03-2025 ইং
টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুঁড়ে ৭৮ লাখ টাকা ছিনতাই
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও হোসেন মার্কেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে গরু-মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

কী ঘটেছিল?

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন, মনিরুল ও জেবেল মিয়া। তারা মির্জাপুর উপজেলার কাইতলা সাপ্তাহিক হাটে ২৮টি মহিষ বিক্রি করে প্রাইভেটকারযোগে বাড়ি ফিরছিলেন।

সন্ধ্যার সময় পাঁচগাও হোসেন মার্কেটের কাছে পৌঁছালে হঠাৎ একটি হাইচগাড়ি ও ৮-১০টি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। তারা প্রথমে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে, এরপর পাইপ দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ব্যবসায়ীদের দুটি ব্যাগভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ার ঘাট সড়ক দিয়ে পালিয়েছে।

পুলিশের তৎপরতা

ঘটনার পরপরই মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি মো. মোশারফ হোসেন বলেন, "সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত চলছে, খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।"

ব্যবসায়ীদের আতঙ্ক

এই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। তবে এ ধরনের ভয়াবহ ছিনতাই ভবিষ্যতে যেন আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর