|
ad728
ad728

মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 24-03-2025 ইং
মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কিশোরগঞ্জের এক মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গতকাল ২৪ মার্চ ২০২৫, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাবের একটি বিশেষ দল নেত্রকোণা জেলার কেন্দুয়া থানাধীন চেংজানা এলাকায় অভিযান চালিয়ে মো. মুজাহিদুল ইসলাম (৩৫) নামে অভিযুক্তকে গ্রেফতার করে।


র‍্যাব সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলা নং- ০২/৫০৩, তারিখ- ১ ডিসেম্বর ২০২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৭/৮/৩০ ধারায় অভিযুক্ত মুজাহিদুল ইসলাম এই মামলার প্রধান আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত করে র‍্যাব সদস্যরা সফল অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই গ্রেফতার অপহরণ ও নারী-শিশু নির্যাতন বিরোধী প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আইনশৃঙ্খলা বাহিনী ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে সক্রিয় থাকবে বলে তারা আশ্বাস দিয়েছে।
— কালের কণ্ঠস্বর ডেস্ক

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর