ছাত্র জমিয়ত বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার অন্তর্গত সদর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর শাখার আহ্বায়ক শাহ সাকিবুল হাসান। কাউন্সিল অধিবেশনে জেলা ছাত্র জমিয়তের সভাপতি ও অধিবেশনের প্রধান আলোচক আব্দুল মতিন তাকে সভাপতি হিসেবে অনুমোদন দেন এবং ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম শোয়াইব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাইমুন, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ তানভীর, সাংগঠনিক সম্পাদক মুয়াবিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্র জমিয়তের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোকাররম, প্রচার সম্পাদক সাজ্জাদ আকন্দ, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক তাকী উসমানী এবং কার্যনির্বাহী সদস্য তামিম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক ফিতরাতুল্লাহ সা'দী ও মহানগর যুব জমিয়তের সদস্য সচিব আরিফ বিন শফিক।
নতুন কমিটি ঘোষণা
ঘোষিত ২১ সদস্যের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মিকদাদ মুকতাদা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হামিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উজ্জীবিত করার ওপর গুরুত্ব দেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
— কালের কন্ঠস্বর
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |