ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের স্টুডেন্ট বাস দুর্ঘটনায় আক্রান্ত, বড় ধরনের হতাহতের ঘটনা নেই *তারাকান্দা-ফুলপুর সড়কে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে, সচেতনতার অভাবই বড় কারণ বলে মত সচেতন মহলের*
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ-এর শিক্ষার্থীবাহী “স্টুডেন্ট বাস-১” আজ সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, বাসটি ফুলপুর থেকে কলেজের উদ্দেশে ছেড়ে আসার পথে ফুলপুর ব্র্যাক অফিসের সন্নিকটে সকাল ৮টার দিকে দুর্ঘটনায় পড়ে।
প্রাথমিকভাবে কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া না গেলেও, সোর্স মারফত জানা গেছে যে, বেশ কয়েকজন শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, তারাকান্দা-ফুলপুর সড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। সচেতন মহলের মতে, এই রোডে চলাচলকারী ছোট-বড় যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে।
তারা আরও জানান, “এই সড়কে চলাচলকারী চালকদের অনেকে ট্রাফিক আইন সম্পর্কে যথেষ্ট সচেতন নন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সময় এসেছে প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সচেতনতা কার্যক্রম শুরু করার।”
বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।
সচেতনতা বাড়াতে প্রয়োজন নিয়মিত তদারকি, প্রশিক্ষণ ও প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ—এমনটাই মত এলাকাবাসীর।
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |