চট্টগ্রাম, ৫ এপ্রিল ২০২৫:
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর পতেঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানটি মঙ্গলবার রাতে বড় একটি সাফল্য অর্জন করেছে। সিএমপি’র পতেঙ্গা থানা পুলিশ ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ১৩ কাট বিদেশি সিগারেটসহ আনুমানিক এক কোটি ষাট লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে। অভিযানে ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে।
৪ এপ্রিল রাত ১১:২০ মিনিটে পতেঙ্গা থানার এসআই মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন গাড়ি তল্লাশি করেন। তল্লাশির সময় আটক করা হয়:
১. মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৭)
২. মোঃ আকিদুল আলম শান্ত (২২)
৩. মোঃ হাসান মুরাদ (২৪)
৪. মোঃ নাইমুল হক (২০)
এই গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপ এবং বিদেশি সিগারেট। তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর, পুলিশ আরও একটি সহযোগী আসামী মোঃ মনির আহমেদ (৪৮) কে ১৫ নম্বর ঘাট এলাকায় গ্রেফতার করে।
পতেঙ্গা থানায় এই ঘটনায় মামলা নং—০৪, তারিখ—০৫/০৪/২০২৫ ইং এবং ধারা—The Special Powers Act-1974 এর ধারা—২৫ B এর ১(ন)/২৫ ইউ ন্যায় রুজু হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এই উদ্ধার অভিযানটি একদিকে যেমন চট্টগ্রাম শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করবে, তেমনি অপরাধীচক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপও প্রতিফলিত করছে।
কালের কন্ঠস্বর
নিউজ ডেস্ক
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |