নিজস্ব প্রতিবেদক, কালের কন্ঠস্বর
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে ঢাকায় বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় এক লাখ মানুষ অংশ নেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি'র বরাতে টাইমস অব ইসরাইল জানায়, বিক্ষোভকারীদের অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে লাঠি ও জুতা দিয়ে আঘাত করতে দেখা গেছে। ইসরাইলকে সমর্থন জানানোর কারণে এই তিন নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা এবং কফিনের আদলে তৈরি প্রতীকী মরদেহ বহন করে গাজার শিশু হত্যার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। সাদা কাপড়ে মোড়ানো প্রতীকী শিশু মরদেহ ছিল বিক্ষোভের অন্যতম দৃশ্যমান বার্তা।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ইসলামপন্থি বিভিন্ন দল ও সংগঠন এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয়।
টাইমস অব ইসরাইল তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার জনসংখ্যা প্রায় ১৭ কোটির বেশি। দেশটির ইসরাইলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ সরকার বরাবরই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন জানিয়ে আসছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |