|
ad728
ad728

ভারতের ‘অপারেশন সিন্দুর’: পাকিস্তানের ৯টি স্থানে বিমান হামলা

রিপোর্টারের নামঃ আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : 06-05-2025 ইং
  • 11571 বার পঠিত
ভারতের ‘অপারেশন সিন্দুর’: পাকিস্তানের ৯টি স্থানে বিমান হামলা
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে একটি অভিযানের আওতায় পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের অন্তত নয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, স্থানীয় সময় রাত ১টার দিকে কোটলি, বাহাওয়ালপুর ও আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিমান হামলা চালানো হয়। বাহাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ‘এই কাপুরুষোচিত ও লজ্জাজনক হামলাটি ভারতের নিজস্ব আকাশসীমা থেকে পরিচালিত হয়েছে। আমাদের আকাশসীমা ভেদ করে তারা প্রবেশ করতে পারেনি। পাকিস্তান বিমান বাহিনীর সবকটি বিমান তখন আকাশে টহল দিচ্ছিল।’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুজাফফরাবাদের পার্বত্য এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে, ভারতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে নয়টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।

এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর