ইস্তাম্বুল, তুরস্ক | কালের কন্ঠস্বর
নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক— এমনটাই জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সাবেক উপদেষ্টা ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইয়াসিন আকতাই।
সম্প্রতি ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ‘বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স’-এ তিনি এ কথা বলেন। "জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ" শীর্ষক এই সম্মেলনে মূল বক্তাদের মধ্যে আরও ছিলেন দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড. কবির হাসান।
ড. মাহমুদুর রহমান বলেন, “ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তিই ছিল জুলাই বিপ্লবের মূল রাজনৈতিক দর্শন, যা আগামীর বাংলাদেশের ভিত্তি হবে।”
বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক জানান, জুলাই বিপ্লবের পর তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক খাতে নতুন মাত্রা পেয়েছে।
দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে তুরস্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)। প্রতিষ্ঠানটির সভাপতি ড. হাফিজুর রহমান বলেন, “জুলাই বিপ্লবকে ঘিরে আয়োজিত এই সম্মেলন বাংলাদেশের নবনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন তুরস্ক, সুইডেন ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের একাডেমিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। ২৬টি প্যানেলে বিভক্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকরা ১২৫টি গবেষণাপত্র উপস্থাপন করেন। উপস্থাপিত গবেষণাগুলোতে নীতি প্রণয়ন, সংবিধান ও রাষ্ট্রগঠন প্রক্রিয়া, এবং খাতভিত্তিক সমস্যা ও সমাধানের মডেল নিয়ে বিশদ আলোচনা করা হয়
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |