ঢাকা, ২৪ এপ্রিল:
ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে আজ থেকে শুরু করে আগামী তিন দিন—বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত—দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হবে। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এই তিন দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রয়াত পোপের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনের কথাও বলা হয়েছে।
পোপ ফ্রান্সিস গত সোমবার, ২১শে এপ্রিল, ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০১৩ সালের ১৩ মার্চ আর্জেন্টিনার ধর্মযাজক জর্জ মারিও বার্গোগ্লিও থেকে পোপ হিসেবে নির্বাচিত হয়ে ‘ফ্রান্সিস’ নাম গ্রহণ করেন। তিনি ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব পালন করেন।
ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শনিবার অনুষ্ঠিত হবে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |