কালের কন্ঠস্বর প্রতিবেদক, ময়মনসিংহ | | ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের ওপর ভর করে। জুলাই-আগস্টে এই দেশ স্বাধীন হয়েছে এই তরুণদের মাধ্যমেই।" তিনি বলেন, "তোমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই সংগ্রামে বিশ্রাম নিও না। এই বিজয়ের মাধ্যমে কোনও দল বা ব্যক্তিকে ক্ষমতায় আনার উদ্দেশ্য আমাদের নয়।"
শুক্রবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির কামরুল হাসান এবং উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "অতীতের যে ঘটনাগুলো ঘটেছিল, তা যদি আবারও ঘটে, তাহলে শহীদদের আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে। শহীদ পরিবারের কাছে কী জবাব দেব? শহীদ ভাইদের প্রতি সম্মান রেখেই বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস এবং কলুষমুক্ত করতে হবে।"
তিনি বলেন, "আমরা আরেকবার জীবন দিতে প্রস্তুত। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা দেশে ফেরত আনতে হবে এবং যারা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।"
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |