|
ad728
ad728

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পরিদর্শক বোর্ডের আলোচনা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 18219 বার পঠিত
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পরিদর্শক বোর্ডের আলোচনা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহ, ২৯ এপ্রিল: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হলো পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা। দীর্ঘ সময় পর নবগঠিত কারা পরিদর্শক বোর্ডের এটাই প্রথম সভা, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম। সভার আগে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও উৎপাদন কক্ষ ঘুরে দেখেন এবং নারী, পুরুষ ও কিশোর বন্দিদের অবস্থার খোঁজখবর নেন।

সিনিয়র জেল সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় কারাগারের সেবামূলক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এবং বোর্ডের বেসরকারি সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, ফারজানা রহমান হুসনা, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম, মহানগর আমীর কামরুল আহসান এমরুল, অধ্যাপক আবুল হোসেন আজাদ, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, সেবিনা আক্তার, ফারজানা তাসনিম তিথি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাংবাদিক সাইফুল ইসলামসহ অন্যান্য বিভাগীয় সদস্যবৃন্দ।

বোর্ড সদস্যরা কারা অভ্যন্তরে বন্দীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। সভায় অংশগ্রহণকারী সবাই কারা ব্যবস্থাপনার স্বচ্ছতা ও মানবিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর