|
ad728
ad728

রংপুরে ইউসেপ বাংলাদেশের আয়োজনে অভিভাবক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 19680 বার পঠিত
রংপুরে ইউসেপ বাংলাদেশের আয়োজনে অভিভাবক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: অভিভাবক সমাবেশ

কালের কন্ঠস্বর:
গত মঙ্গলবার (২৯ এপ্রিল), রংপুর মহানগরীতে ইউসেপ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের পৃথক আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য অভিভাবক সমাবেশ ও কমিউনিটি সভা সম্পন্ন হয়েছে।   সকালে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের অধীন ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে হেড অব ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল মো. লাভলু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়ের স্পেশালিষ্ট, সোশ্যাল ইনক্লুশন এন্ড সেফগার্ডিং মোছা. নাদিয়া খাতুন। তিনি সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সেফ গার্ডিং, জেন্ডার, পিএসইএ, নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব, বাল্য বিবাহ প্রতিরোধ ও ঝড়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর মো. শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় অভিভাবক সভায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা, গুরুত্ব ও সফলতা তুলে ধরে আরও বক্তব্য রাখেন ইউসেপ রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, হেড অব ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট মো. মিজানুর রহমান, সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট সেলের ইনচার্জ মো. এবাদুর রহমান,  সোশ্যাল ইনক্লুশন টিমের টিম লিডার মো. সোলাইমান, হেড অব ইউসেপ রংপুর সিটি করপোরেশন টেকনিক্যাল স্কুল মো. জিয়াউর রহমান।  

এছাড়াও সভা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অভিভাবকগণ তাদের পরামর্শ, সুপারিশমালা ও সফলতার গল্প তুলে ধরেন। সভায় ৩৫০ জন অভিভাবকসহ টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টরবৃন্দ ও শিশু পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।   এছাড়াও বিকেলে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে রংপুর মহানগরীর আদর্শপাড়া, আনসারী মোড় 'মোন্নার মাঠে' একটি সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।   সভায় ইউসেপ বাংলাদেশ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা এর সঞ্চালনায় ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়ের স্পেশালিষ্ট, সোশ্যাল ইনক্লুশন এন্ড সেফগার্ডিং মোছা. নাদিয়া খাতুন।  

এছাড়াও কমিউনিটি সভায় জেন্ডার ও সেভগার্ডিং এরং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে ইনস্ট্রাক্টর মোছা. আয়েশা খাতুন ও মো. সাদেকুল ইসলাম, সামাজিক অন্তর্ভুক্তি ও বিভিন্ন ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন টিম লিডার, সোশ্যাল ইনক্লুশন মো. সোলাইমান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে চাকুরির নিশ্চয়তা বিষয়ে আলোচনা করে সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট সেলের ইনচার্জ মো. এবাদুর রহমান।

   এছাড়া সভায় স্থানীয় কমিউনিটি লিডার মোছা. হালিমা বেগম ও সালমা বেগম ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সফলতার গল্প তুলে ধরেন।   কমিউনিটি সভায় স্থানীয় ২৫০ জন নারী-পুরুষ ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। এছাড়াও কমিউনিটি সভা বাস্তবায়নে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট সেলের কর্মকর্তাবৃন্দ ও রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টরগণ উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর