গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদকসহ গ্রেফতার হয় একাধিক মামলার পলাতক আসামীরা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ৪ মে ২০২৫ ইং তারিখে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব কমর উদ্দিন, আইসি ১নং পুলিশ ফাঁড়ি, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাধারণ মামলার পলাতক আসামী মোঃ আবুল হোসেন (৪০), পিতা-মৃত আঃ মজিদ,কে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এসআই (নিঃ) আনিসুর রহমান পৃথক অভিযানে মোট ৪ জন মামলার আসামী—মোঃ হাবি মিয়া (২৮), মোঃ আক্তার মিয়া (৫০), হিমাদ্রী প্রসাদ তুর্য্য (২৫), ও মোঃ পাপ্পু মিয়া (৪০)—কে গ্রেফতার করেন।
র্যাব-১৪, ময়মনসিংহ এর সহায়তায় মাদকবিরোধী অভিযানে মোঃ জামাল হোসেন (৩৮), পিতা-মৃত গোলাম রহমানকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, এসআই কুমোদলাল দাস, এসআই মোজাম্মেল হোসেন, এএসআই আয়েছ মিয়া, এএসআই রাকিবুল আলমসহ আরও কয়েকজন পুলিশ সদস্যের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: ১। মোঃ রুহুল আমিন,
২। আলামিন,
৩। মোজাম্মেল,
৪। শাহিনুর ইসলাম,
৫। আল আমিন (২৭),
৬। একে এম নুরুল আলম,
৭। সালমা আক্তার,
৮। মোঃ হামিদুল ইসলাম স্বপন।
সব আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |