|
ad728
ad728

বিসিবির নজরে শন টেইট, বিদায় জানানো হলো আন্দ্রে অ্যাডামসকে

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 11-05-2025 ইং
  • 7574 বার পঠিত
বিসিবির নজরে শন টেইট, বিদায় জানানো হলো আন্দ্রে অ্যাডামসকে
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষ হয়েছে। ২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের স্থলাভিষিক্ত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর সম্পর্কের অবসান ঘটে। গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা তাঁকে ফুল দিয়ে বিদায় জানান।

বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক গতিমান পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের এই সদস্য খেলোয়াড়ি জীবনে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে তিনি পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে তার অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে তার অবদান প্রশংসনীয় ছিল।

এর আগে টেইট আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। বিসিবি আশা করছে, তার অভিজ্ঞতা ও কৌশল বাংলাদেশের পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর