নিখোঁজের দুই দিন পর কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে দুই সহোদর ভাইয়ের মরদেহ।
সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার স্থান চর জলাঙ্গারকুঠি গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভেসে ওঠে তাদের মরদেহ।
গত শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় দুই ভাই। দীর্ঘ ১৮ ঘণ্টার উদ্ধার অভিযানেও তাদের খুঁজে পাওয়া যায়নি। তারা ছোটবেলা থেকেই চর এলাকার নানা ইসলাম আলীর বাড়িতে থাকতো।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
ফজর | ০৩:৫৩ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৬ সন্ধ্যা |
এশা | ০৮:০০ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |