আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এছাড়া সম্ভাবনা রয়েছে শমিত সোমের অভিষেকেরও। এসব আলোচনার মধ্যেই উত্তেজনায় ফুটবলপ্রেমীরা, কিন্তু ম্যাচের টিকিট সংগ্রহে পড়েছেন চরম বিড়ম্বনায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে ২৫ মে শনিবার দুপুর ১২টা থেকে। কিন্তু নির্ধারিত সময়ে বিক্রি না শুরু হয়ে তা পিছিয়ে রাত ৮টায় শুরু হয়। যদিও শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই সাইটটি ডাউন হয়ে যায়। সাইটটি ছিল টিকিফাই নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন।
অনেকেই টিকিট সংগ্রহে ব্যর্থ হয়ে ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাফুফে ও টিকিফাই—দুই প্রতিষ্ঠানই পরে একাধিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে।
টিকিফাই দাবি করেছে, তাদের সাইট ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS)’ সাইবার আক্রমণের শিকার হয়েছে। সংস্থাটির ভাষায়, “স্বল্প সময়ে ১,৫০,০০০-এরও বেশি হিট সাইটে এসেছে, যা একটি অস্বাভাবিক চাপ এবং তা সাইটের কার্যকারিতাকে ব্যাহত করেছে।”
বাফুফেও টিকিফাইয়ের সেই দাবির সাথে একমত পোষণ করে জানিয়েছে, সাইবার আক্রমণের কারণে ভক্তদের বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তবে ঠিক কতসংখ্যক টিকিট বিক্রি হয়েছে, তা জানাতে পারেনি টিকিফাই, এমনকি একাধিকবার যোগাযোগের পরও তাদের প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য মোট ১৮,৩০০টি টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা থেকে শুরু করে কর্পোরেট বক্স পর্যন্ত সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ফজর | ০৩:৪৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪২ সন্ধ্যা |
এশা | ০৮:০৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |