ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পশ্চিম পাণ্ডলী এলাকায় বৃদ্ধ আবেদ আলী (৭০)-এর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ এবং র্যাব-৮, মাদারীপুরের যৌথ অভিযানিক দল।
হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ:
বাদী মোছাঃ রোকিয়া বেগম (৩৭) জানান, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যায় তার পিতা আবেদ আলী মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন। তবে মাহফিল শেষে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর, পরদিন ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭:০০ ঘটিকায় স্থানীয়রা পশ্চিম পাণ্ডলী এলাকার একটি ফিসারির পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পরবর্তীতে নিহতের মেয়ে মোছাঃ রোকিয়া বেগম তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৮, তারিখ-২৪/০২/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০)।
র্যাবের তদন্ত ও গ্রেফতার অভিযান:
হত্যাকাণ্ডের পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ-এর নির্দেশনায় গত ১৩ মার্চ ২০২৫ খ্রি. বিকাল ৬:২০ মিনিটে সিপিসি-৩, র্যাব-৮, মাদারীপুরের সহায়তায় শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তারাকান্দা থানার পশ্চিম পাণ্ডলী এলাকার মোঃ ইয়াকুব আলী (৪৩), পিতা- ইউনুছ আলী ওরফে ইন্নছ-কে গ্রেফতার করা হয়।
পরবর্তী কার্যক্রম:
গ্রেফতারকৃত আসামিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |