ময়মনসিংহ, ১৫ মার্চ ২০২৫:
বাংলাদেশ পুলিশের এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২য় ষাণ্মাসিক ২০২৩-এর "আইন ও বিধি (পুস্তক সহ)" পরীক্ষা আজ শনিবার (১৫ মার্চ) ময়মনসিংহ পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা পরিচালনার সার্বিক তদারকিতে ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবুল কালাম আযাদ। এছাড়া উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ জহিরুল ইসলাম বিপিএম, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আখতার উল আলম বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) জনাব মোঃ মেজবাহ উদ্দিনসহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিবছরের মতো এবারও নির্ধারিত সংখ্যক এসআই (নিঃ) এই পদোন্নতি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আজকের পরীক্ষায় "আইন ও বিধি (পুস্তক সহ)" বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ মার্চ "আইন ও বিধি (পুস্তক ব্যতীত)" এবং ১৭ মার্চ "অপরাধতত্ত্ব (পুস্তক ব্যতীত)" পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |