১১:০৮:০৪ পি.এম | ২৮ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ
ad728
ad728

সমালোচনার পর পাওনাদারদের টাকা পরিশোধ করলেন নান্দাইলের সাবেক ওসি

রিপোর্টারের নামঃ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : 16-03-2025 ইং
  • 57817 বার পঠিত
সমালোচনার পর পাওনাদারদের টাকা পরিশোধ করলেন নান্দাইলের সাবেক ওসি
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ তার কাছে থাকা কয়েকজন ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধ করেছেন।

শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোজাহিদুল ইসলাম। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি ফরিদ আহমেদ কিছু পাওনাদারের টাকা ফেরত দিয়েছেন এবং বাকিদের টাকাও দ্রুত পরিশোধ করা হবে।

এর আগে, ওসি ফরিদ আহমেদকে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হলে তিনি শুক্রবার (১৪ মার্চ) থানার দায়িত্ব ছেড়ে চলে যান। তবে, খবর দেরিতে পাওয়ায় প্রায় ৩০ জন পাওনাদার থানায় গিয়ে তাকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

নান্দাইল পৌর বাজারের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন খান রেনু জানান, ওসি ফরিদ আহমেদ তাকে ফোন করে এক জায়গায় ডেকে তার এক লাখ চার হাজার ২৫০ টাকা পরিশোধ করেছেন। অন্য ব্যবসায়ী ফরহাদও জানান, তিনি তার ১১ হাজার টাকা ফেরত পেয়েছেন।

ওসি ফরিদ আহমেদ জানান, তিনি ভেবেছিলেন পরে এসে পাওনাদারদের টাকা পরিশোধ করবেন, তবে এখন সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, তার দায়িত্বকালীন সময়ে নান্দাইল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ছিনতাই বৃদ্ধি এবং মাদকের কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর